নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক : খোঁজ চলছে

23rd September 2020 2:46 pm বাঁকুড়া
নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক : খোঁজ চলছে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বাবার সাথে নদীতে মাছ ধরতে  তলিয়ে গেল যুবক। যুবকের খোজে তল্লাশি নদীতে ।  ঘটনাটি ঘটে বাঁকুড়ার  পাত্রসায়ের থানার নান্দুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা মাধব ধাড়া  ছেলে জয়ন্ত ধাড়া কে নিয়ে স্থানীয় দ্বারকেশ্বর নদে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় নদের স্রোতের টানে তলিয়ে যায় জয়ন্ত। চোখের সামনে ছেলেকে তলিয়ে যেতে দেখে তাকে বাচানোর আপ্রান চেষ্টা করেন মাধব বাবু।  নদীর স্রোতের বেগ এবং গভীরতা বেশী থাকায় শত চেষ্টা বিফলে যায়। চোখের সামনেই নিমেষেই নদের স্রোতে তলিয়ে যায় বছর কুড়ির জয়ন্ত। খবর পেয়ে  গ্রামের মানুষ উদ্ধার কাজে হাত লাগায়। পরে পাত্রসায়ের থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে শুরু হয়  তল্লাশি। দুপুর ২ টা পর্য্যন্ত খোজ মেলেনি তলিয়ে যাওয়া যুবকের।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।